দ্য হবিট ট্রিলজির অজানা যত দিক
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা ও খ্যাতি কুড়ানো কল্পকাহিনি ‘দ্য লর্ড অভ দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ জে.আর.আর টোলকিনের এক অনবদ্য সৃষ্টি। পরিচালক পিটার জ্যাকসনের কারিশমায় রূপালী পর্দায় জীবন্ত হয়েছিল দ্য লর্ড অভ দ্য রিংস ট্রিলজি। মূল গল্প ছিল শায়ারের বাসিন্দা ফ্রোডো ব্যাগিন্সকে ঘিরে। এক যুগ পর এর প্রিকুয়েল এসেছে দ্য হবিট ট্রিলজি নামে। এই গল্পের মূল নায়ক ছিল ফ্রোডোর চাচা বিলবো ব্যাগিন্স। দ্য লর্ড অভ দ্য রিং ট্রিলজির মতো না হলেও, দ্য হবিট ট্রিলজিও মোটামুটি সফলই ছিল বলা চলে। দ্য লর্ড অভ দ্য রিংয়ের ৭৭ বছর পূর্বের কাহিনি নির্মিত প্রিকুয়েল দ্য হবিট ট্রিলজির অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন।